Flowre tob:
আমরা চার দেয়ালের মধ্যে থাকতে থাকতে প্রায়ই হাঁপিয়ে ওঠি বা বোরিং ফিল করি। তখন মন একটু সজীবতা চায়। আর মনকে সতেজ করতে সবুজ বৃক্ষরাজি আর ফুলের জুরি নেই। কেমন হয় যদি আপনার বাসা বা অফিসটাই ছোট খাট একটা ফুলের বাগান হয়ে যায়!! মন থাকবে সতেজ আর ফুরফুরে। আর মন ভাল থাকলে কাজের গতি বেড়ে যায় কয়েকগুন।